সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীবক্স সরদার (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুনারব্রীজ গুচ্ছগ্রাম এলাকার একটি মৎস্য ঘেরে এই ঘটনা ঘটে।
নিহত আলীবক্স সরদার একই এলাকার মৃত্যু শমসের সরদারের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানান, আলীবক্স সরদার স্থানীয় একটি ঘেরে মোটরের মাধ্যমে পানি অপসারণ করে মাছ ধরছিলেন। এসময় অসাবধনতা বশতঃ মোটরের সাথে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার আগেই তিনি মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।