বাংলাদেশ হিন্দু পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে শ্যামনগরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মন্ডল এর সভাপতিত্বে ১৯ শে ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫.৩০ টায় সোনার বাংলা শপিং সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দুএলো পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব উৎপল মন্ডলের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখা উপদেষ্টা রঞ্জিত দেবনাথ, যুগ্ন-আহ্বায়ক ও উপজেলা হিন্দু বিবাহ রেজিস্ট্রার সুজন কুমার দাশ, যুগ্ম – আহ্বায়ক বিকাশ ঘোষ, শ্রীনিবাস দাস, হিমাংশু মন্ডল, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ইমন মন্ডল, গৌরঙ্গ মন্ডল,সুমন মন্ডল, দেবব্রত মন্ডল, যাদব দাস, সুশান্ত দাস প্রমুখ।