সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা দ্বীব বেষ্টিত গাবুরা ইউনিয়নে প্রবীন প্রতিবন্ধীদের সেবায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম গাবুরা ইউনিটের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পে ১২৪ জন ব্যক্তি সেবা গ্রহন করেন।স্বাস্থ্য ক্যাম্পে সেবা প্রদান করেন ঢাকা মেডি এইড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন,নিউরো মেডিসিন ও হৃদরোগ অভিজ্ঞ ডা: মুজাহিদুল ইসলাম (সাঈদ) এমবিবিএস (রাজ)।স্বাস্থ্য ক্যাম্প বিষয়ে সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বছর জুড়ে বিভিন্ন সময়ে এ ধরণের ক্যাম্পের আয়োজন করে থাকি। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিটের কার্যকরী সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সদস্য নাইম ও মোয়াজ্জেম হোসেন সাদি, গাবুরা ইউনিটের সদস্য আল মামুন সহ গাবুরা ইউনিটের সদস্যবৃন্দ।