শ্যামনগরে পুলিশের সোর্স পরিচয়ে ছিনতাইকালে ডালিম হোসেন নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বংশীপুর গ্রামের মিনা মসজিদের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
এসময় জাহিদুল ও বাদশাহ নামের দুই সহযোগী পালিয়ে গেলেও ডালিমকে ধরে ফেলে ছিনতাইকারীদের কবলে পড়া তিন তরুণ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ডালিম উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের অজিয়ার গাজীর পুত্র।এছাড়া পালিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে একই গ্রামের হামজার আলী মিস্ত্রি জাহিদুল ও আব্দুর রহিমের পুত্র বাদশাহ ছিনতাইকারীদের কবলে পড়া উপজেলার মাজাট গ্রামের হাফিজ জানান, পরানপুর গ্রামে বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন তারা। রাত সাড়ে ১১টার দিকে বংশীপুর মিনা মসজিদের সামনে পৌঁছালে তিন যুবক সড়কে ব্যারিকেড সৃষ্টি করে তাদের গতিরোধ করে। এসময় নিজেদের পুলিশের সোর্স পরিচয়ে দিয়ে তাদের কাছে থাকা ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিচয়পত্র দেখানোর কথা শুনে তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডালিমকে তারা ধরে ফেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, আটককৃত ডালিমসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোপূর্বে একই ধরনের অপরাধে জড়িয়ে সে দীর্ঘদিন কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পায়।