সাতক্ষীরার শ্যামনগরে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান।
নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, কাঁঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিম. শুকুর আলী, মুন্সিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অসিম কুমার মৃধা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান গন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে, মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে যথাযথ মর্যাদায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর ভাবে পহেলা বৈশাখ উদযাপন করার আহবান জানান। সকল ইউনিয়ন পরিষদ দিবস টি পালনের বিষয় আলোচনা হয়।