শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন পাখিমারা ফেরিঘাট সংলগ্ন খোলপেটুয়া নদীর চরেপাঁকা স্থপনা নির্মাণ এর অভিযোগ উঠেছে।
সরজমিনে যেয়ে দেখা যায় পাখিমারা ফেরিঘাট সংলগ্ন হাবিবুর রহমানের পুত্র নাহিদ হোসেন পদ্মাপুকুর ইউনিয়ন এর চেয়ারম্যান মামা পরিচয়ে সেই প্রভাব খাঁটিয়ে বহুতল ভবনের পরিকল্পনার প্রকাশে পাঁকা স্থাপনা নির্মাণ করছেন। নাম প্রকাশ অনিচ্ছুক অনেকেই বলেন পদ্মাপুকুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তপন বাবুর সহযোগীতায় নদীর চরে পাঁকা স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।
তারা আরো বলেন প্রতিনিয়ত এই পাঁকা স্থাপনা নির্মাণ কাজের সামনে দিয়ে ভূমি কর্মকর্তাকে অফিসে যেতে হয়। তাহলে কি ইউনিয়ন ভূমি কর্মকর্তা তপন বাবুর ইন্ধনে নদীর চর দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ করছে। এমন টায় প্রশ্ন সচেতন মহলের ।
এবিষয়ে পাঁকা স্থাপনা নির্মাণ কাজের মিস্ত্রি বলেন গত সপ্তাহে ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দিয়েছিলো পরে আবার যোগাযোগ করে কাজ করতেছি।
এবিষয়ে পদ্মাপুকুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তপন বাবু বলেন
আমি তাদের কাজ বন্ধ করে দিয়েছি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন আমি এক্ষুনি নায়েবকে বলছি কাজ বন্ধ করে দেওয়ার জন্য