শ্যামনগর উপজেলার দাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২৫ অক্টোবর ) সকাল দশটায় ধরণী মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সপ্না পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম এম রবিউল ইসলাম,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নবযাত্রা -২ প্রকল্পের অপারেশনস ম্যানেজার কুহু হাগিদক ও ইকোনমিক এন্ড মার্কেট সিস্টেমস ষ্পেশালিষ্ট সৈয়দ ইশতিয়াক আহমেদ ,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফাতেমা খাতুন, মোঃ ফয়সাল আহমেদ,
সহ ধরণী মহিলা উন্নয়ন সমবায় সমিতির সকল সদস্য গণ।সাধারণ সভায় বক্তব্য রাখেন ধরণী মহিলা উন্নয়ন সমবায় সমিতির সদস্য মনিরা খাতুন, সদস্য রেশমা আক্তার বলেন আমি ধরণী মহিলা সমবায় সমিতি থেকে দেড়লাখ টাকা লোন নিয়ে সপ্সসেল কাঁকড়া প্রজেক্ট করে আমি ভালো আছি।
উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সকল অতিথি গণ।এসময় অতিথি গণ বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিচালনায় ধরণী মহিলা উন্নয়ন সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা কমিটির সদস্যদের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করতে হবে।অতিথি গণ আরো বলেন সৎ ভাবে সঠিক পথে চললে উন্নয়ন আপনদের হবেই।
সভায় প্রধান অতিথি বলেন আয় বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়ে নারীদের টেকসই
অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে সমবায় সমিতির ভূমিকা রাখবে।
সভাপতির সমাপনী বক্তব্য সভাটি শেষ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ধরণী মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মারুফা খাতুন।