বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট মাসুদুল আলম দোহা ও সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা, সুশাসনের জন্য নাগরিক সাতক্ষীরা জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট এবিএম সেলিমকে , বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কর্তৃক অনুমোদিত শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে এক ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, সাংবাদিক, আসাদুজ্জামান লিটন, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, সাংবাদিক মোশারফ হোসেন তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় অতিথি দুই আইনজীবী বলেন, সাংবাদিকতা মহান পেশা, সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সমাজের দর্পণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সাংবাদিক সমাজ তথা জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের দায়িত্ব ও কর্তব্য ,দেশের সকল উন্নয়নের চিত্র তুলে ধরা সাংবাদিকদের কাজ। এ সময় তারা বলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ব্যাপক তৎপরতার সহিত শ্যামনগরের বিভিন্ন সংবাদ পরিবেশন করে যাচ্ছে, আমরা তাদের শুভ কামনা করি।
##
এস কে সিরাজ
শ্যামনগর সাতক্ষীরা।