শ্যামনগর উপজেলার সৈযেদালীপুর মৌজার ৩২ ও ১৬৪ নং খতিয়ানের বি এস ১৪৬,১৪৯,ও ১৫০ নং দাগে আলমগীর হোসেন ২৯,৮২ একর জমিতে দীর্ঘ ২০ বছর যাবত মৎস্য ঘের করে আসছিল। কিন্তু উপজেলার রামজীবন পুর গ্রামের শোকর আলী সরদার এর ছেলে সাইফুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি দখল বাহিনী গত ১৯ নভেম্বর ২০২০ সালে দেশীও অস্ত্র শস্ত্রের মাধ্যমে দখল করে নেয়। এ ঘটনায় জমির মালিক আলমগীর হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ করেন। উক্ত দরখাস্তের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার পিপিএম কাজী মনিরুজ্জামান এর হস্তক্ষেপে মৎস্য ঘেরটি গত ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দখলমুক্ত হয়। গত ১৮ ফেব্রুয়ারি কতিপয় সাংবাদিক সরেজমিনে গেলে জমির মালিক আলমগীর হোসেন, আতাউর রহমান ও মাহবুব রহমান সহ কয়েকজন জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন,তার সহযোগিতায় আমাদের পৈত্রিক ও রেকরডিও জমি ফিরে পেয়েছি। তারা আরো বলেন দুই বছরের অধিক মৎস্য ঘেরটি হারিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। জমিটি ফিরে পাওয়ার পরে ও তারা নিরাপত্তা হীনতায় রয়েছে। দখল বাহিনী সাইফুল্লাহ গং পুনরায় জমি দখলের পায়তারা সহ মিথ্যা মামলা সহ জীবন নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। এ ঘটনায় তারা উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।