সাতক্ষীরার শ্যামনগরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খেয়াঘাটের কয়েক শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে, ফজলুল হক সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা-০৪ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরকালের অনুসন্ধানে ইসলামী যুব সংঘের সভাপতি মোঃ ইসমাইল হোসেন। এসময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে, ফজলুল হক বলেন, আপনারা বাংলাদেশ সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া করবেন। আগামী নির্বাচনে যেনো আবারো প্রধান মন্ত্রী হয়ে দেশের সেবায় কাজ করতে পারে, তাঁর জন্য নৌকায় ভোট দিবেন।