“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকাল ১০ টায়
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্র্যালি, আলোচনা সভা, ভিক্ষুক পুনর্বাসন ও হুইল চেয়ার বিতারণ করা হয়েছে।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এম এম আতাউল হক দোলন।
এনজিও সমন্বয়ক গাজী আল ইরানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন নওয়াবেকি গণমূখী ফাউন্ডেশনের পরচালক মোঃ লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দেবি রঞ্জন মন্ডল,। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মোঃ লতিফুল হাসান সহ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে, ভিক্ষুক পুনর্বাসন পাঁচজন ভিক্ষুকের মাঝে ক্ষুদ্র ব্যবসা জন্য মালামাল সরবরাহ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতারণ করা হয়েছে।