শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে (২৫ জুলাই) ২০২৩ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠাত হয় ৷
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় ৷
উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ মহিলা ভাইস্ চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, কৃষি কর্মকর্তা নামজুল হুদা, কোষ্টগার্ডের কৈখালী স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান, মুন্সীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত) মোহাম্মদ নুরুল ইসলাম ৷
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,