শ্যামনগর হরিনগর বাজারে কমিউনিটি পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফেমিনিষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উত্তরণের আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় SIDA2GROW প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে ১৫ জন ইয়ুথ নারী-পুরুষ অংশগ্রহণ করে। ক্যাম্পেইন শেষে বনশ্রী শিক্ষা নিকেতন বিদ্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরণের টেকনিক্যাল ম্যানেজার মোঃ রেজওয়ান উল্লাহ, উত্তরণ প্রোজেক্ট অফিসার নাজমা আক্তার, ফিল্ড অফিসার মীর মনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত ক্যাম্পেইনে উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনসহ নারীদের সমস্যার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আহবান জানানো হয়। এছাড়া অত্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ সমাজে বসবাসরত সাধারণ ও পেশাজীবি মানুষজন যেমন- কৃষক, জেলে, প্রান্তিক খামারি, বয়:বৃদ্ধ মানুষজন এবং তাদের চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ছোট বাচ্চাদের সাজানোর মাধ্যমে ও এ ধরণের মানুষের সমস্যাগুলো সম্পর্কে ধারণা এবং জলবায়ু পরিবর্তনে কি ধরণের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনাকে কিভাবে আরো উন্নত করা যায় এবং জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত সম্প্রদায়ের কি ধরণের ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নারী ক্ষমতায়ন, জীববৈচিত্র্য রক্ষা, নদী রক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তা বিকাশসহ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছেন।