সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে জমি জায়গা সংক্রান্ত বিভেদের জেরে সংঘর্ষে আহত ৪ শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন
রবিবার বেলা ১২ টায় কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জমি জায়গা সংক্রান্ত বিভেদের জেরে পূর্ব শত্রুতা তছির গাজীর পুত্র রফিকুল এর ভাই আব্দর রাজ্জাক সহ দশ বারো জনের একটি দল পরিকল্পিত ভাবে দেশিও অস্ত্র সহ ক্রয় কৃত ফসলি জমিতে কাজ করার সময় অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। আহত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূরুল হক বাচ্চু জানায়, হামলাকারী রফিকুল চিহ্নিত সন্ত্রাসী ও বিএনপি নেতা আমার কেনা জমিতে সকালে কাজ করার সময় তার নেতৃত্বে সঙ্ঘবদ্ধ জামাত নেতারা লাঠি সেটা নিয়ে হামলা চালিয়ে আমার পরিবারের ৪ সদস্যকে আহত করে। হামলার কারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
শ্যামনগর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা জানান, হাসপাতালে ভর্তি রোগীদের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহতের এক্সরে করতে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই জানা যাবে।
জমি দখলের ঘটনায় নূরুল হক বাচ্চু স্ত্রী সালমা খাতুন, পুত্র শাহারিয়ার শিপন, জিয়াদ আলী কন্যা আবেদা খাতুন রা হাসপাতালে চিকিৎসাধীন।