সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ভূমিদস্যদের অস্ত্রের আঘাতে প্রতিবন্ধীসহ তার স্রী সন্তান আহত। আহতরা হলেন,শ্যামনগর সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের মৃত গহর আলী গাজীর ছেলে জামের আলী গাজী (৫৭), জামের আলী গাজীর স্ত্রী ফিরোজ বেগম (৪৫) ও তার পুত্র আবু বক্কার (২৪)। এঘটনা শ্যামনগর থানা পুলিশ ১ জনকে আটক করেছে। প্রতিবন্ধী জামের আলি বাদী হয়ে ৫ জনকে আসামি করে শ্যামনগর থানায় মামলা করেছে।
এজাহার সূত্রে জানা যায়, শারিরীক প্রতিবন্ধী জামের আলীর দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। আসামীদের বাড়ী প্রতিবন্ধী জামের আলীর বাড়ী একই সীমানায় হাওয়ায় আসামিরা জামের আলীর সম্পত্তি দখল দখলচ্যুৎ করার জন্য প্রায় সময় জামের আলী সহ তার পরিবারের অন্যান্যদের বিভিন্ন প্রকার খুন জখমের ভয়ভীতি সহ হুমকি ধামকি প্রদান করে থাকে।
সোমবার ১২ই জুন সকাল ১১টায় সময় আসামীগণ পরস্পর যোগ সাজসে পূর্ব- পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জামের আলী গাজীর বসত বাড়ীর পূর্ব-উত্তর পার্শ্বের যাতায়াতের রাস্তায় এসে রাস্তা বন্ধ করে দিতে থাকে। এসময় প্রতিবন্ধী জামের আলী সেখানে যেয়ে আসামীদের বাধা দিলে পরস্পর কথাকাটাকাটির একপর্যায়ে রমজান সরদার , গোলাম গাজী, ফজলু গাজী, আঃ রহমান, সালাম সরদার সহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাদের ওপর হামলা করে।
ফলে জামের আলীর বাম হাতের আঙ্গুলের অর্ধাংশ কেটে যায়। এসময় তার স্ত্রী ফিরোজা বেগম ঠেকাতে আসলে তাকে মেরে মেরুদন্ডে হাড়ভাঙ্গা গুরুত্বর জখম করে এবং টানাহেঁচড়া করে তার পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে। এছাড়াও জামের আলীর ছেলেকে বেধর মারপিট করে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে আসামিগণ দ্রুত ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে তুলে নিয়ে এসে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে জামের আলী সহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এজেহারে আরও জানাযায়, এর আগে জামের আলীর ভিটাবাড়ীর দখলীয় সম্পত্তির চারিপাশ ঘেরা বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। এলাকার গন্যমান্য লোকজন বিষয়টি নিরসন করে যাতায়াতের পথ অবমুক্ত করে দেয়।
এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, ঐ মামলায় একজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টাচলছে।