আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে শ্যামনগরে গণমাধ্যমকর্মীদের সাথে সাতক্ষীরা ৪ আসনের নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১১ টার সময় বঙ্গবন্ধু সুপার মার্কেটে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, অনলাইন রিপোর্টাস্ ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান আমজাত হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আব্রাহাম লিংকন, উপকূল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালি সহ উপজেলার সকল গণমাধ্যমকর্মী ৷
এ সময় আতাউল হক দোলন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন ৷ এবং বলেন, মাননীয় প্রধানমনন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় নৌকা প্রতিক দিয়েছেন। শ্যামগরের মানুষ আমাকে ভালবাসে। ইতিপূর্বে উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচন করেছেন আশা করি দ্বাদশ সংসদ নির্বাচনেও আমাকে জয়ী করবেন।