শ্যামনগরের কৈখালীতে এনজিও প্রেরণার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
গত ৮ ই মার্চ বুধবার সকাল ১০ ঘটিকায় কৈখালী ইউপি পরিষদের হল রুমে শেয়ার ট্রাস্ট ও স্টাট ফান্ড এর অর্থায়নে এবং সুন্দরবন কোয়ালিশন ও উত্তরণ সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কৈখালী ইউপি পরিষদ সংলগ্ন (এস আর এইচআর) শীর্ষক একটি র্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এনজিও প্রেরনা ও নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শেখ শাহানুর আলম, ইউপি সদস্য আঃ রশিদ, গাজী সোমশের আলম,আমিনুর রহমান,রাশিদুল ইসলাম, আয়ুইব আলী,কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান,
সংরক্ষিত আসনের ইউপি সদস্যা রাবেয়া বেগম, সাবিনা খাতুন, নাসিমা খাতুন, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।