সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে মুন্সীগঞ্জ ওরিয়ার্স বনাম ট্রফি ফাইটার্স এর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন চেয়ারম্যান অসীম কুমার মৃধা।খেলায় মুন্সীগঞ্জ ওরিয়ার্স টসে জিতে ট্রফি ফাইটার্সকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। ট্রফি ফাইটার্স নির্ধারিত ২০ ওভারে ২২০ রান করেন।ট্রফি ফাইটার্সে তাপস কুমার ৫৫বলে ৯১রান করে। জবাবে ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সজলের ৩৪বলে ৭৩রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৪ রান করে। ট্রফি ফাইটার্স ৫ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় ট্রফি ফাইটার্স এর খেলোয়াড় তাপষ কুমার।হরিনগর অনির্বাণ ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক মিলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী গাজী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সুন্দরবন এ্যাপোলো হাসপাতালের পরিচালক ডাঃ সাহাজান সিরাজ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মাহাফুজুর রহমান তালেব, জুবায়ের মাহমুদ, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলনসহ অনেক উপস্থিত ছিলেন। এইচ পি এল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ছিলেন, মুন্সীগঞ্জ ইউনিয়নের পরিষদের ইউপি সদস্য জিয়াউর রহমান, অনির্বাণ ক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। ধারাভাষ্যে ছিলেন, রোকনউজ্জামান, ফজলুল হক ও মাহবুব হোসেন,শাহাজান সিরাজ। আম্পায়ারের দ্বায়িত্ত্বে ছিলেন আবির হোসেন ও আব্দুল গাফফার। ২৮৪রান ও ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রফি ফাইটার্সে খেলোয়াড় তাপষ কুমার।