শ্যামনগর প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি শ্যামনগর শাখা মিলনায়তনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন-শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ব্যাংক কর্মকর্তা মোঃ খায়রুল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মফিজুল ইসলাম, সিনিয়র অফিসার জাহাংগীর আলম, মাষ্টার আব্দুর রহমান,ব্যাংকের নির্বাহী, কর্মকর্তাগণ, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তরা বলেন, ইসলামী ব্যাংক এ দেশের গণ মানুষের আস্থার প্রতিক প্রমাণিত। এ ব্যাংক শুধু দক্ষিণ এশিয়া মহাদেশ নয় বরং গোটা বিশ্ব-অর্থনীতির একটি মডেল। ইসলামী ব্যাংক সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছাতে ব্যাংকের গতিশীল কার্যক্রমের বিভিন্ন ধাপ আলোচনায স্থান পায়। তাছাড়া দেশের ও প্রবাসীদের জন্য এ ব্যাংক যে সেবা দিচ্ছে তা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া মেলে।এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান।