টেংরাখালী আলোচিত ডাবল মার্ডার মামলা আসামি জামিনে বাড়ি এসে বাদি ও সাক্ষীদের আত্মীয়দের এলাকায় হুমকি- ধামকির অভিযোগ উঠেছে। এঘটনায় শ্যামনগর থানা সাধারণ ডায়রী করেছেন কৃষ্ণপদ বৈদ্য পুত্র দেবপ্রসাদ বৈদ্য।
বুধবার (২৬ আগষ্ট) দেবপ্রসাদ বৈদ্য থানায় লিখিত অভিযোগে বলেন
আব্দুল্লাহ গাজী (৪২) পিতা-গফুর গাজী, সাং-কালিঞ্চী থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা শ্যামনগর থানার টেংরাখালী গ্রামের আলোচিত ডাবল মার্ডার মামলা শ্যামনগর থানার মামলা নং- ১৩/২৭৭, তাং- ০৯/০৭/২০২২ ইং, এর এজাহার নামীয় আসামী। সে বিগত ০১ দিন পূর্বে জেল হাজত খেটে উক্ত মামলায় জামিন লাভ করে। এমতাবস্থায় উক্ত মামলার ২নং সাক্ষী মোঃ ইউনুচ আলী আমার বন্ধু হওয়ায় সে টেংরাখালী গ্রামে তার বাড়ীতে আমাকে ডাকলে আমি ইং-২৬ (২৬ আগষ্ট) তারিখ তার বাড়ীতে যাওয়ার পথিমধ্যে বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় কালিঞ্চা সাকিনস্থ জনৈক আজগর এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর পৌছাইলে আব্দুল্লাহ গাজীর সাথে দেখা হয়। ঐসময় আমি উক্ত মামলার সাক্ষী আমার বন্ধুর বাড়ীতে যাচ্ছি জানতে পেরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বিবাদীর কথায় প্রতিবাদ করায় বিবাদা আমাকে বিভিন্ন প্রকার অপরাধজনক ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে। স্থানীয়রা আমাকে তার কবর থেকে উদ্ধার করে। আমার ধারনা যে, উক্ত বিরোধের জের ধরে বিবাদী যেকোন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে মারপিট করে জখম, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে এবং বিভিন্নভাবে হয়রানী সহ ক্ষতিসাধন করতে পারে। সেকারনে বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার জন্য সাধারণ ডায়রী ভুক্ত করিয়েছে বলে জানান। শ্যামনগর থানার জি ডি নং ১৪১৫ ।