সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলেনর সময় দু’জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শুভযাত্রা নামীয় একটি কার্গো জব্দ করা হয়েছে।
উপজেলার ভাঙ্গন কবলিত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পদ্মপুকুর ইউনিয়নের তহশীলদার তপন কুমার মন্ডল গ্রাম পুলিশ নিয়ে কার্গো জব্দ করে দুজন’কে আটকে রাখে।
ভূমি কর্মকর্তা বলেন ভাঙ্গন কবলিত এলাকা হওয়াতে খোলপেটুয়া নদীসহ আশপাশের এলাকা হতে বালু উত্তোলন নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালীরা রাত ও দিনে নানা কৌশলে এসব এলাকা হতে ড্রেজিং মেশিনের সহায়তায় বালু উত্তোলন করে ঠিকাদারসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে।
আরো জানায় হাফিজুর রহমানের মালিকানাধীন কার্গো দিয়ে বৃহস্পতিবার উপজেলার খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষী গ্রামের খোলপেটুয়া নদীর চর থেকে বালু উত্তোলন করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মপুকুরের ভূমি কর্মকর্তা তপন কুমার ঘটনাস্থলে পৌছে সাকিল মোল্লা, এবং রবিউল শেখ সং খুলনা দুই শ্রমিকসহ কার্গো আটকে রাখার পর ভ্রাম্যমান আদালত কার্গো জব্দের পাশাপাশি দুই শ্রমিককে আটক করে।
উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪,১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন।