শ্যামনগরের কৈখালী ইউনিয়ন পূর্ব কৈখালী সুইজ গেট সংলগ্নে আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা হাফিজুর রহমার কয়েকদিন আগে কৈখালী ফরেস্ট স্টেশন থেকে বৈধভাবে পাশপারমিট নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে গেয়ে ঘুর্ণিঝড় রেমাল আশার দুইদিন আগে রাতে ঘুমন্ত অবস্থায় নৌকা গ্রাফি উঠে বাংলাদেশের সুন্দরবন থেকে ভারতের জঙ্গলে প্রবেশ করলে সকালে ঘুম ভেঙ্গে গেলে দেখে ভারতের জঙ্গলে অবস্থান করছে
কিছুক্ষণের মধ্যে ভারতের ফরেস্ট হাফিজুরসহ হাফিজুরের সহযোগীদের জিম্মি করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।এদেকে হাফিজুরের পরিবার এই সংবাদ পেয়ে হতাশ হয়ে পড়েন এবং চারজন কন্যা সন্তান নিয়ে হাফিজুরের স্ত্রী খুবই দুশ্চিন্তায় পড়ে যান,পরবর্তীতে হাফিজুরের ছোট মেয়ে( ১৪) বাবার এমন সংবাদ পেয়ে স্টার করলে সাথে সাথে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন পরবর্তীতে কর্মরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে পেয়ে ১২ জুন ২০২৪ বুধবার দুপুরে শ্যামনগর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম এর নজরে পড়লে আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা ভারতের জেলখানায় আটক হাফিজুরের বাড়িতে এসে তার পরিবারকে কিছু ঈদ সামগ্রী দিয়ে যান ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে। ১০ কেজি চাউল ১ কেজি ডাউল ২ লিটার তেল ১ কেজি লবণ ১ কেজি চিনি ২ প্যাকেট সেমাই ২০০ গ্রাম দুধ ও নগদ ১০০০ টাকা।
শ্যামনগর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন এমন ধরনের পরিবারের পাশে সব সময় থাকবো এবং অসহায় পরিবারের পাশে থেকে সাহায্য করা অব্যাহত থাকবে।