শ্যামনগর উপজেলার নূরনগর টু দুরমুজখালী সড়কের কাটাখালী গ্রামে সরকারী গাছ কেটে খালের মধ্যের খাস জমি দখলের অভিযোগ উঠেছে। সরেজমিন যেয়ে দেখা যায়, কাটাখালী গ্রামে মৃত নওসাদ গাইনের পুত্র শফিকুল গাইন রাস্তার পাশের কয়েকটি বাবলা গাছ কাটা সহ খালের মধ্যে মাটি ভরাট করে খাস জমি দখলের চেষ্টা করছে। একটু একটু করে দীর্ঘদিন ধরে খালের মধ্যে মাটি ভরাট করছে বলে জানা যায় এলাকাবাসির কাছ থেকে গত ৪ই জুলাই মঙ্গলবার দুপুরে রাস্তার পাশের সরকারী গাছ কাটতে নিষেধ করায় শফিকুল গাইন তার আপন ভাই মিজানুর গাইন এবং তার স্ত্রীকে মারধর করেছে বলে জানিয়েছে এলাকাবাসি। এলাকাবাসি আরো জানান সরকারি গাছ কর্তন করে
ডালগুলো খালের পানিতে ও তাদের বসত বাড়ির সামনে ফেলে রাখা হয়েছে। গাছের গোড়াগুলো যাতে দেখা না যায় সে জন্য মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। এছাড়া সরকারী খাস জমি দখলের বিষয় জানতে চাইলে শফিকুল গাইন বলেন খালের মধ্যে সকলে ঘর করে বাস করছে তাই আমিও করছি। অন্যদিকে এলাকার সচেতন মহলের দাবী এভাবেই দিনের পর দিন সরকারী জমি দখল এবং রাস্তার পাশের গাছ কাটা বন্ধ না হলে পরিবেশ ও প্রবহমান খালের স্বাভাবিক চলাচলে বাঁধাগ্রস্থ হলে এই বৃষ্টির মৌসুমে অত্র এলাকায় জলাবব্ধতা দেখা দিতে পারে। এ বিষয়ে নূরনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি ইতি পূর্বে জেনেছি, গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন ভূমি অফিসে আনার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।