সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে চায়ের দোকানদার রবিউল ইসলাম (২৫) এর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে। ঘটনাটি আজ সোমবার সকালে নুরনগর বাজারে ঘটে বলে জানা গেছে। জানা গেছে, নির্যাতনের শিকার হওয়া শিশু সকালে স্থানীয় একটি মক্তবে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে রবিউলের চায়ের দোকানের সামনে পৌছালে তিনি ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে ডাকেন। এই সময় জোর করে তাকে শ্লীতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে জানাজানি হলে দোকান খোলা রেখে কৌশলে পালিয়ে যায় রবিউল। এই বিষয়ে শ্যামনগর থানা পুলিশ টিম ঘটনাস্থলে পৌছাবেন বলে জানা গেছে।