সাতক্ষীরার শ্যামনগরে রাসেল আলম নামে এক ঘের ব্যবসায়ীর উপরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আহত রাসেল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। পদ্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালী মোঃ আব্দুর রউফ গাজী পুত্র।
১১ এপ্রিল ২৩ তারিখ সন্ধ্যা ৭.০০ টার সময় হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এ ঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে লিখিত অভিযোগে রাসেল আলম বলেন, আমার পিতার নিজস্ব রেকর্ডীয় জমির উপর একটি লবণ পানি সরানো ক্যানেল আছে। টাকার বিনিময়ে বিভিন্ন ঘের মালিকদের মৎস্য ঘেরীতে আমি পানি সরবরাহ করে থাকি। হঠাৎ আসামীগণ ঐ ক্যানেলের পশ্চিম মাথায় পাটা দিয়া জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করিলে আমি খবর পেয়ে ঐ পাটা তুলিতে গেলে
মোঃ আব্দুল মান্নান গাজী, মুজিবর গাজী মাহমুদুল গাজী উভয় পিতা মৃত গোলাম বারী গাজী সহ মেহেদী হাসান, আল মামুন গাজী সহ কয়েকজন দলবদ্ধ হয়ে দা, কোদাল, সাবল, লোহার রড, হাতুড়ী, লাঠি নিয়া আমাকে জনৈক আব্দুল আজিজের ঘেরের পার্শ্বে সকল আসামীগণ ঘিরিয়া ধরে এবং বেআইনী আটক করিয়া
মাছ ধরার নেট দিয়া আমার গলায় পেঁচাইয়া দুই দিক থেকে টানিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে সকল আসামীগণ আমার শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও লোহার রড দ্বারা এলোপাতাড়ী ভাবে পিটাইয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। আমার ডাক-চিৎকারে আমার স্ত্রী মোছাঃ নাসরিন নাহার ঘটনাস্থলে হাজির হলে সকল আসামীগণ আমার স্ত্রীর শ্রীলতাহানী ঘটায়। এই ঘটনায় শ্যামনগর থানা লিখিত অভিযোগ হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজন এর ব্যবস্থা গ্রহণ।