সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ব-দ্বীপাঞ্চল নামে খ্যাত গাবুরা ইউনিয়নের জেলেখালি থেকে বনবিভাগ ও কোস্টগার্ড এর যৌথ অভিযানে ২০-১০-২০২৪ রবিবার ভোর রাতে হরিণের মাংস সহ দুই পাচারকারীকে আটক করেছেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে আংটি হারা ঘড়িলাল কোস্টগার্ড ও সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন কর্মচারীরা অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেন।
আটকৃতরা হলেন, গাবুরা গ্রামের মাহমুদ মল্লিকের পুত্র শামীম মল্লিক (৩৫), একই গ্রামের ওয়াজেদ গাজীর পুত্র লুৎফর রহমান( ৪০)।
আটকৃত লুৎফর রহমানের স্ত্রী মমতাজ বেগম বলেন, গাবুরা গ্রামের বারিক ঘরামি ও একই গ্রামের বিল্লাল সানার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে মায়াবী হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রি করা হতো। আমার স্বামী জোন হিসাবে তাদের সাথে গিয়েছিল, ফাঁস দিয়ে হরিণ ধরে আরো কয়েকজন সহ লোকালয়ে পাঠালে আমার স্বামীসহ তাদেরকে হরিণের মাংস সহ আটক করা হয়।
এদিকে কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় গাবুরার জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস সহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করার প্রস্তুতি চলছে।