অপরিকল্পিত চিংড়ি চাষ , খালের অবাধ প্রবাহ নিশ্চিত করণে এবং কৃষি কাজে মিষ্টি পানি সরবরাহে খাল খনন কর্মসূচীর আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পোলের খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে এপ্রিল ( মঙ্গলবার ) , সকাল ১১ টায় কৈখালী ইউনিয়নের জয়াখালী পোলের খাল খনন উদ্বোধন হয়। পোলের খাল খনন উদ্বোধন অনুষ্টানে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাকাত আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউ,পি সদস্যা মোঃ রাবেয়া কাদের , ইউ,পি সদস্য মোঃ সমশের আলী , জি,এম, রাশিদুল ইসলাম , মিশন মহিলা উন্নয়ন সংস্থার মোঃ আব্দুল্লাহ , এ্যাকশন এইডের মোঃ মোমিনুর রহমান , সীমান্ত প্রেস কাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন, উপদেষ্টা মোঃ আকতার হোসেন , প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন , শেখ আফজাল হোসেন , নির্বাহী পরিচালক , সুন্দরবন ফাউন্ডেশন , সাতক্ষীরা।