শেরপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, পুস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর বুধবার দিবসটি পালন করা হয়েছে।
সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
পরে জেলা আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান পিবিএমসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম আ্যাড আপস) সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য ,উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.জেড মোরশেদ আলী, প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এ,এস,এম নুরুল ইসলাম হিরো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড শেরপুর সদর উপজেলা শাখার সাবেক কমান্ডার এড.মোখলেসুর রহমান আকন্দ প্রমুখ।