শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন নবী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, মহিলা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ.কে.এম ছামেদুল হক, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, বিজিবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
সভায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।