শেরপুরের ঝিনাইগাতীতে মরহুম মাষ্টার এপ্রিল বনোয়ারী ও প্রমোদ রেমা স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার বিকালে উপজেলার নলকুড়া- গৌরিপুর ইউনিয়নের ভারুয়া বাজারে এ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ পাঠাগারটির শুভ উদ্বোধন করেন, মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিড দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরল ইসলাম, সাবেক ইউপি সদস্য কিতাব আলী, ইউসুফ আলী মাষ্টার, পাঠাগারের পরিচালক মিন্টু ম্রং, সহকারি পরিচালক লিপা চিসিম, ক্যাটরিন বেলা, প্রমুখ। প্রথমে কোরআন ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেককেটে পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য,মরহুম ঐ দুই ব্যক্তির নামে মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠন ২০২০ সাল থেকে মানব কল্যাণে কাজ করে আসছে। মানব কল্যাণমূলক কাজগুলোর মধ্যে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ পরীক্ষা ফি,প্রাকৃতিক দুর্যোগে অসহায় পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা বিভিন্নভাবে সমাজের কল্যাণমূলক কাজ করে আসছেন। এ অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিগ্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এ পাঠাগারের মাধ্যমে এলাকার যুব সমাজকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান পরিচালক মিন্টু ম্রং।