শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ৮নভেম্বর মঙ্গলবার দুপুর ২সময় এসব কৃষি প্রণোদনা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমূখ। পরে উপজেলার প্রান্তিক ৪হাজার ১শত প্রান্তিক কৃষকদের মাঝে ১০কেজি ডিএপি ১০কেজি এমওপি মোট ২০কেজি রাসায়নিক সার এবং ১কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা কর্মচারী স্থানীয় কৃষক ও সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।