শেরপুরের ঝিনাইগাতীতে চাঁন মিয়া (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৩ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি সীমান্ত এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। চাঁন মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের গজাড়িকুড়া গ্রামের জলিল মুন্সির ছেলে।
নিহতের ছেলে ইমরান হোসেন জানান, ঈদের আগের দিন শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয় । রাতে আর বাড়ি ফিরে আসেনি। বহু খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। রবিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কোন কারন জানা যায়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।