সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পরিষদের অর্থায়নে দুঃস্থ অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ হয়েছে।
শনিবার ১৪ জানুয়ারী বেলা ১০ টায় উপজেলা হলরুমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্যে রাখেন ও কম্বল বিতরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেখেন সারাদেশে শৈত্যপ্রবাহ থাকায়, শীতার্ত মানুষের কথা মাথায় রেখে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।