শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুুতিমূলক সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ায়রম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, খালেদা আয়ুব ডলি, উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারী কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক , মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি মিটিংয়ে সভাপতি সকলের মতামত গ্রহন করেন এবং দিবস বাস্তবায়নে বিভিন্ন কমিটি প্রস্তুুত করেন।