সাতক্ষীরা’র শ্যামনগর সদরে অবস্থিত নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদ্রাসার এতিমদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ মার্চ বিকাল ৫টায় মাদ্রাসার হল রুমে থানা মাদ্রাসার সভাপতি ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
এসময় আরো উপস্থিত থানা মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব এস এম আফজালুল হক,শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায় আবু সাঈদ,পিএস নুরুজ্জামান টুটুল,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মেহেদী হাসান মারুফ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায় রফিকুল ইসলাম (রফিক), নকিপুর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এসএম ফিরোজ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীজন, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এতিম ছাত্ররা।মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল খালেক।