রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে “প্রমোশন অব এগ্রোইকোলজি, ক্লাইমেট জাস্টিস এন্ড ফুড সভেরিনিটি” প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রমজাননগর ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি, সিপিপি, যুব ও স্বেচ্ছাসেবক, সবুজ সংহতি ও স্থানীয় জনসংগঠনের প্রতিনিধি এবং বারসিক কর্মকর্তা সহ মোট ২১জন অংশগ্রহন করেন।
কর্মশালায় সবুজ সংহতির কার্যকরী সদস্য কৃষক রফিকুল ইসলামের সভাপতিত্বে বারসিক কর্মকর্তা মারুফ হোসেন মিলনের সঞ্চালনায় যুব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ঢাকা বিভাগীয় সমন্বয়ক এস.এম শাহীন আলম।
কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বারসিক কর্মসূচি কর্মকর্তা চম্পা রানী মল্লিক।
কর্মশালায় জলবায়ু পরিবর্তন, দূর্যোগ, দূ্র্যোগ ঝুকি হ্রাস, জলবায়ু ন্যায্যতা, জলবায়ু ন্যায্যতা কি এবং কেন দরকার? জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল এবং পরবর্তিত পরিস্থিতি কীভাবে প্রাণবৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্য়ায়ে টিকে থাকা যায় সেই বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহনকারী যুবরা দাবি জানান ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্য়ায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি যুবদের দুর্যোগে প্রয়োজনীয় উপকরণ সহায়তা করতে হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সালাম, ৭ ৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যা আসমা খাতুন, সিপিপি ইউনিয়ন টিম লিডার মোঃ সেলিম হোসেন, সাংবাদিক গাজী খালিদ, সাংবাদিক আব্দুল কাদের, বারসিক এর কর্মসূচী বিশ্বজিৎ মন্ডল, এসএসএসটি রমজাননগর ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ রানা, সাধারণ সম্পাদক এম.এস বাপ্পি, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।