শ্যামনগরে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে৷ ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় রতনপুর ইউনিয়নের বাজার সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় ৷
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১০৮ সাতক্ষীরা ৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন ৷ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক ৷ বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,
জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক স,ম আব্দুস সাত্তার, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মোহাজার হোসেন কান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মেহেদী হাসান সুমন, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা জাতীয়পার্টির সভানেত্রী ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন,
রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, খালেদা আয়ুব ডলি, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাফরুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শোকর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নুরনগর ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ৷ হাবিবুর ফেরদৌস শিমুলের, সঞ্চলনায়, সভাপতিত্ব করেন আশরাফুল হোসেন খোকন ৷ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান ৷ এ সময় প্রধান অতিথি আতাউল হক দোলন তার বক্তব্যে বলেন, গত ৪ বছর শ্যামনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলাম ৷ ৪ বছরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুবিধা, অসুবিধা দেখেছি ৷ প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন প্রতিকূলাতায় মানুষের পাশে থেকেছি ৷ তার দৃষ্টান্ত শ্যামনগরবাসী ৷ আমাকে নৌকা প্রতিকে বিজয়ী করলে আগামী দিনে কালীগঞ্জের মানুষ পাশে থেকে কাজ করতে চাই ৷