২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৩ পালন উপলক্ষে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের পক্ষ থেকে আজ সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, জেলা লেডিস ক্লাবের সভাপতি এবং সাতক্ষীরা জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান, উপাধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় পত্নী মাহিনুর আক্তার, সহকারী শিক্ষক জনাব মোসলেম আলী, শেখ শরীফুল ইসলাম, পলাশ কুমার সরকার,অভিজিৎ বাছাড়, মামুন হাসান, জামাল হোসেন,রাসেল মাহমুদ,উজ্জ্বল কুমার রায়, রমেশ চন্দ্র দাশ, তপন কুমার বসু, মোস্তাফিজুর রহমান মিলন, আক্তারুল ইসলাম, গোপাল কৃষ্ণ শীল,, মৌসুমি খাতুন, ভারতী রাণী সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।