Winrock International এর সহযোগিতায় ওয়াদা সংস্থার বাস্তবায়নে অগ্রযাত্রা প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার কোদালিয়া ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদ্স্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৫ আগষ্ট, ২০২৪ সকালে “অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ” প্রকল্পের আওতায় কোদালিয়া ইউনিয়ন পরিষদে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদ্স্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কোদালিয়া ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম ।
এছাড়াও কোদালিয়া ইউনিয়ন পরিষদ সচিব জবাব জাহাঙ্গীর আকন, ইউপি সদস্যবৃন্দ সহ প্রকল্প এলাকার ৩০ জন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন ।
ওয়াদার অগ্রযাত্রা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ আল-আমীন সরদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের জোহুরা খাতুন মীরা রিজিওনাল কো-অর্ডিনেটর,খুলনা। প্রজেক্ট অফিসার, বিশ্বজিৎ রায়, মনিটরিং অফিস ফয়সাল হাওলাদার, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম ও আনসার সদস্য প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের কারণে মোল্লাহাট উপজেলায় লবণাক্ততা, খরার, ভেড়ীবাধ ও ভাংগনের আধিক্য রয়েছে। এ সকল প্রতিকূলতা মানিয়ে নিয়ে কাজ করতে এমন প্রযুক্তি দরকার যা ব্যবহারের মাধ্যমে কৃষি ও মৎস্যকে আরও এগিয়ে নেওয়া যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি কাজ করছে।
উক্ত কর্মশালায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদ্স্যদের প্রত্যক্ষ অংশগ্রহনে তাদের দ্বায়-দ্বায়িত্ব, কমিউনিটি রিস্ক এসেসমেন্ট ও রিক্স রিডাক্সশন কর্ম-পরিকল্পনা তৈরী করা হয়।