সাতক্ষীরার আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে লক্ষাধিক টাকার বেহুন্দি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার উপজেলা সদরের খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কম্বিং অপারেশনের অংশ হিসাবে খোলপেটুয়া নদীর আশাশুনি ব্রীজের কাছ থেকে বউদির খেয়াঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নদীতে থাকা ৪টি নিষিদ্ধ বেহুন্দি জাল (অনুমান ৪০০ মিটার দীর্ঘ) জব্দ করা হয়। পরে জালগুলো নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে জ্বালিয়ে বিনষ্ট করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। উপস্থিত ছিলেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার সাংবাদিকদের জানান, সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে জারা নিষিদ্ধ জাল ব্যাবহার করে প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।