ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে ‘হামলায়’ নয়ন মিয়া আকন্দ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
রোববার রাতে দৌলতপুরে এ ঘটনা ঘটে।নিহত নয়ন মিয়া আকন্দ উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত ইয়াকুব আলী আকন্দের ছেলে।
আহতরা হলেন- জসিম উদ্দিন আকন্দ, সবুজ মিয়া আকন্দ, এমদাদুল হক আকন্দ ও চান মিয়া আকন্দ।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তার নোমান জানান, রোববার রাত ৯টা ৩৫ মিনিটে নয়ন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়।আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের হাতের কনুইয়ের ওপরে শুধুমাত্র একটি আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সবুজ মিয়া অবস্থা আশঙ্কাজনক।
জসিম উদ্দিন আকন্দ বলেন, ৫-৬ দিন আগে দৌলতপুর গ্রামের সাদেক আকন্দের ছেলে আলম আকন্দের সঙ্গে নিহত নয়ন মিয়া আকন্দের ছেলে আমিনুল ইসলাম আকন্দের লুডু খেলা নিয়ে তর্ক-বিতর্ক হয়।এ ঘটনায় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন আকন্দের সঙ্গেও আমাদের কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিষ্পত্তি করার জন্য আমরা জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাদের শরণাপন্ন হই।৪-৫ দিন চলে গেলেও কেউ নিষ্পত্তি করতে পারেনি। রোববার মাগরিবের নামাজের পর আমরা দৌলতপুরের একটি দোকানে বসা ছিলাম। এ সময় ওয়াসিম মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় সবুজ মিয়া আকন্দ, এমদাদুল হক আকন্দ, চান মিয়া আকন্দ ও আমি আহত হয়েছি।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।