শিরোনাম ::
বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ‌স্বেচ্ছাসেবক আসাদের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ সুন্দরবনে আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ শুরু ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা। বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন সাতক্ষীরা’য় গনঅধিকার সভাপতি ভিপি নুরুলহক নুর এর জন্মদিন পালিত

মেসি-এমবাপ্পের জোড়া গোলে উড়ে গেল ম্যাকাবি

আলোকিত নিউজ ডেস্কঃ
হালনাগাদ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

এক সঙ্গে জ্বলে উঠলেন সময়ের তিন সেরা তারকা – লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। তাতে নিশ্চিত বলা যায় প্রতিপক্ষ উড়ে যাওয়ার কথা। ঠিক তাই হয়েছে।

ম্যাকাবি হাইফার বিপক্ষে ৭-২ গোলে জয় পেয়েছে পিএসজি। এর মধ্যে জোড়া গোল করেছেন মেসি। বল পোস্টে না লাগলে হ্যাটট্রিকও হতে পারত তার। এটুকুকে দুর্ভাগ্যই বলা যায়।

তবে দলের বিশাল জয়ে সে না পাওয়ার বেদনা ভুলেই গেছেন মেসি। কারণ বড় ব্যবধানে জয়ের পাশাপাশি নকআউট পর্বও নিশ্চিত হলো পিএসজির।

রাতটি মেসির সঙ্গে উজ্জ্বল ছিল এমবাপ্পেরও। তিনিও জোড়া গোল করেছেন। নেইমার করেছেন একটি। ম্যাকাবি হাইফা হয়ে দুটো গোলই শোধ করেছেন আবদুলায়ে সেক।

ম্যাচে ১৯ মিনিটে প্রতিপক্ষের গোলমুখ খুলেন মেসি। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে জাদুকরী বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। মেসির মতোই বাঁকানো শটে দলকে জোড়া গোলের লিড এনে দেন এই ফরাসি তারকা।

এরপর নেইমারের পালা। এমবাপ্পের গোলের তিন মিনিট পর মেসির অ্যাসিস্টে নিঁখুত ফিনিশিং টানেন নেইমার। স্কোরবোর্ডে নিজের নামটি লেখান।

ফ্রি কিক থেকে বল পেয়ে হেডে গোল করে স্কোরলাইন ৩-১ করেন ম্যাকাবির আবদুলায়ে সেক। কিন্তু বিষয়টি যেন সহ্য হলো না মেসির।

বিরতিতে যাওয়ার আগে এমবাপ্পের এসিস্টে দারুণ এক গোলে ব্যবধান ৪-১ করেন মেসি।

মেসির পায়ে হালি পূরণের পর বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে নেমে ৫০ মিনিটে ফের ব্যবধান কমিয়ে ৪-২ করেন সেই আবদুলায়ে সেক।

গোল খেয়ে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। ৬৪ মিনিটে মাপা বাঁকানো শটে লক্ষ্যভেদ করে এমবাপ্পে। মেসি-এমবাপ্পের জোড়া গোলের পর নেইমারের হাসফাঁস চলতে থাকে জোড়া গোল আদায়ের।

তবে এক আত্মঘাতি গোলের কারণে সেটা আর হয়নি।  ৬৮ মিনিটে আত্মঘাতি গোলটি করেন স্কোরলাইন ৬-২ করেন গোল্ডবার্গ।

শেষ দিকে পোস্টে লেগে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় মেসির । এর কিছু পরেই মেসির এসিস্টে দলের ৭ম গোলটি করেন কার্লোস সোলের।

রেফারির শেষ বাঁশিতে ৭-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।


এই বিভাগের আরো খবর