সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী শেখবাড়ি জামে মসজিদে ১১/১২/১৩ মার্চ তিন দিনব্যাপী৫১তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা দুইটায় শেখবাড়ি জামে মসজিদে এ পরামর্শ অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী গাজী, সুন্দরবন প্রেসক্লাবের সেক্রেটারি জি,এম মাসুম বিল্লাহ, সুন্দরবন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জি,এম নজরুল ইসলাম,১৮৬নং দঃ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক গাজ, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক সদ্দার, হরিনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ মোস্তফা কামালসহ এলাকার আলেম ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।