সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত অগ্রণী ব্যাংকের সুন্দরবন শাখায় কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ই জুন) সকাল ১১ টায় অগ্রণী ব্যাংকের হল রুমে ৯ জন গ্রাহকের মধ্যে মোট তিন লক্ষ নব্বই হাজার টাকা বিতরণ করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের সুন্দরবন শাখার শাখা ব্যবস্থাপক প্রবীর কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সমর কুমার রায় উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরা। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুমন বসু ও গোবিন্দ ঘোষ।
মোঃ মিজানুর রহমান (প্রিন্সিপাল অফিসার)এর সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম, ঋণগ্রহীতা হাফিজুর রহমান মোস্তফা সানা আব্দুর রাজ্জাক সহ অনেকে।
এ সময় ঋণগ্রহী তারা বলেন, অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে গতবছর বেশ লাভবান হয়েছি তবে ঋণের পরিমাণটা যদি একটু বৃদ্ধি হয় তাহলে আমাদের জন্য সুখকর হবে।
অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক সমর কুমার রায় ঋণগ্রহী তাদের উদ্দেশ্যে বলেন, আমি একজন কৃষকের সন্তান। আমিও চাই ঋণের পরিমাণ বাড়াতে। যাতে করে আপনারা আরও বেশি কর্মক্ষেত্র তৈরি করতে পারেন।
আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলে আগামী বছর যেভাবে এই টাকা বৃদ্ধি করা যায় তার ব্যবস্থা করব।