মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ডের আনুমানিক ৬০গজ আগে যমুনা জেনারেল হাসপাতাল ও বাইমহাঠি মসজিদের মাঝামাঝি স্থানে আনুমানিক রাত ১২টা সময় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এসে সিএনজি চালক ( কাজল (৩৫) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার দেখে ভর্তি করে অপর দিকে মাইক্রোবাস এ থাকা লোকজন কেউ গুরুতর আহত হয়নি, জানা যায় তারা হজ্ব পালন শেষে বাড়ী ফিরছিলেন আরো জানা যায় সিএনজি চালক কালিয়াকৈর থেকে রোগী নিয়ে কুমুদিনী হাসপাতালে আসে রোগী ভর্তি হলে ফেরার পথে দূর্ঘটনার শিকার হন, ফোন পেয়ে ঘটনাস্থলে মির্জাপুর থানার এসআই: মো শাজাহান মিয়া ও
এএস আই: মো উজ্জল ঘটনাস্থলে আসেন ঘটনার তথ্য সংগ্রহ করেন এ সময় উপস্থিত জনগণ রাস্তার ওপরে দাড়ানো ২টি কভার ভ্যান কে দূর্ঘটনার জন্যে দায়ী করে, পরে মাইক্রোবাস ও সিএনজি রেকার দিয়ে পুলিশি হেফাজতে নিয়ে যান ।