সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হত দারিদ্র্য জহুর আলী গাজীর পুত্র আব্দুর রহিম সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহী করে। সুন্দরবন থেকে বাড়ী ফিরে মাছ বিক্রি জন্য সোনার মোড়ে যায়।মাছ বিক্রির পর সোনার মোড় থেকে বাড়ী ফেরতে ভেটখালী টু সুন্দরবন সড়কে ট্রাকও ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষ হাটুর নিচে থেকে ভেঙ্গে গুড়ো হয়ে যায়।
সাথে সাথে স্থানীয় লোকজন আব্দুর রহিম কে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে সাতক্ষীরা মেডিকেলে ট্রান্সফার করে। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল থেকে খুলনা মেডিকেলে ট্রান্সফার করেন। সেখানে চিকিৎসার সুবিধা না পেয়ে পরর্বতীতে নিয়ে আসে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে অপারেশন মাধ্যমে হাটুর উপর থেকে কেটে ফেলা হয়েছে। তার পরিবারে ছয়জন সদস্য মধ্যে আব্দুর রহিম একাই উপার্জন কারি ছিলো বর্তমান তার সংসার তো দূরের কথা ঔষধ কেনার সম্ভব হবে বলে মনে হচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে সকল মানবিক ব্যক্তি ও সংগঠনের কাছে মানবিক সাহায্যের আবেদন করছে । একজন অসহায় হতদরিদ্র পরিবার যে যা পারেন সামার্থ অনুযায়ী চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসুন। দেশ এবং প্রবাশী সকল ভাই-বোন ও বন্ধুরা।
কোন সহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করতে চাইলে রোগীর সাথে যারা আছে তাদের নং ০১৯৮০-৫০৯৩৯১