সাতক্ষীরা’র শ্যামনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উপজেলা আ’লীগের আয়োজনে শ্যামনগর থানা জামে মসজিদে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এসএম জগলুল হায়দার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান,সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরদার হাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ সহ আ’লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমগ্র অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও থানা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল খালেক ও শ্যামনগর থানা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জোবায়ের হোসেন।