আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় বিদ্যালয়ের হলরুমে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সভাপতি পদে নবগত ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু ও সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে ১০ ভোটারের মধ্যে প্রভাষক দীপংকর বাছাড় দীপু ৬ ভোট পেয়ে জয় লাভ করেন এবং প্রতিদন্দী প্রার্থী আবু হেনা সাকিল পান ৪ ভোট। এ সময় আশাশুনি নির্বাহী অফিসার ইয়ানুল রহমান, আশাশুনি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, টিআর প্রতিনিধি সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, রুহুল আমিন, রাবেয়া খাতুন, জমিদাতা সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, দাতা সদস্য জেলা ডেপুটি কমান্ডার আমির হোসেন জোয়ার্দার, অভিভাবক সদস্য নুরুল ইসলাম বদর, জাহিদুল ইসলাম, আকতার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, সমাজসেবক আলাউদ্দিন লাকি, সাইফুল ইসলাম বাবলুসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।