আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাবেক চেয়ারম্যান
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ নুরুল ইসলাম (আনারস) ২৭৪ ভোট পেয়ে প্রথম,মোঃ জাহিদুল ইসলাম (ছাতা) ২৬৬ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ আকতার হোসেন (মোরগ) ২৪৮ ভোট পেয়ে তৃতীয়, মোঃ কুতুব উদ্দিন (চেয়ার) ২১৬ ভোট পেয়ে চতুর্থ, সংরক্ষিত মহিলা সদস্য পদে হোসনেয়ারা বানু (কলস) ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন।
অভিভাবক সদস্য পদে নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের সম্পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেন। শিক্ষক প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন ১১ ভোট পেয়ে প্রথম, রুহুল আমিন ৯ ভোট পেয়ে দ্বিতীয়, সংরক্ষিত মহিলা শিক্ষক পদে রাবেয়া খাতুন ৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়ার্দার দাতা সদস্য নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারি প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায়