সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ এবং প্রবীন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতার এর উদ্দ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সংগঠনের প্রধান কার্যালয়ে শ্রীউলা ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মাঝে সিয়াম সাধনার জন্য একমাসের খাদ্য সামগ্রী বিতরন করা হয় উদারতার পরিচালক শিমুল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের চেয়ারম্যান নীলিমা জিসান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রদূত ও দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার মফিজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে উদারতা যে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছে সত্যিই প্রশংসনীয়। ভালো লাগে একটি সংগঠনের আমার ইউনিয়ন থেকে সমগ্র সাতক্ষীরাতে সুনামের সাথে বিভিন্ন সেবামূলক কাজ করে। আপনারা সকলে সংগঠনটির পাশে থাকবেন তারা যেন বহুদূর যেতে পারে সকলে দোয়া করবেন। সভাপতি তার বক্তব্যে সকল শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে নামাজ শেষে দোয়ার ফরিয়াদ জানান যাদেরর জন্য আজ আমরা স্বাধীন সার্বোভৌমত্ব বাংলাদেশ পেয়েছি, সংগঠনের সকল স্বেচ্ছাসেবক, অভিভাবক এবং দাতা সদস্যদের জন্য দোয়া চান যেন আমরা দীর্ঘদিন আত্মমানবতার সেবায় কাজ করতে পারি। উক্ত খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন, নজরুল, আরোয়া, আশিক, মোস্তাফিজ, আলামিন, জাহিদুল,হারান প্রমুখ। সমগ্র খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমটি পরিচালনা করেন সংগঠনের সমাজকল্যান বিষয়ক আবিদুর রহমান।